কেবলমাত্র ক্ষমতার জন্যই ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না, মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের জন্য কাজ করাই বিজেপির মূল লক্ষ্য ।রবিবার ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে এই কথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের নিষ্ক্রমণ সমীক্ষা প্রাসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি জানান ,আগামী ৪ জুন বনমালীপুর ও রাজ্য সহ গোটা দেশবাসী রং খেলার জন্য প্রস্তুত থাকবেন। মুখ্যমন্ত্রীর আহবানে সারা দিয়ে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে বিজেপির ৯ বনমালীপুর মন্ডল কমিটি ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ,আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ,ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্যই রাজনীতি করে না ।মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য ।এই সংকল্প নিয়েই বিজেপি কাজ করে। দলের কর্মী সমর্থকরাও সর্বদাই আনন্দের সাথে মানুষের জন্য এগিয়ে আসেন। রাজ্য বিজেপি সভাপতি বলেন ,৯ বনমালীপুর মন্ডলের এই রক্তদান শিবির উপলক্ষে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।এই মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের নিষ্ক্রমণ সমীক্ষা নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃবৃন্দের প্রতী কটাক্ষ করে প্রদেশ বিজেপি সভাপতি বলেন ,যারা নির্বাচনী প্রচারে বলেছিলেন মোদিজির আর পাত্তা থাকবে না ,তাদের এখন খুঁজে পাওয়া যাবে না ।কোন কোন নেতা এখনই ফোন সুইচ অফ করে রেখেছেন। ত্রিপুরা রাজ্যে এমনটাই প্রথা হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। রাজ্য বিজেপি সভাপতি জানান ,বিভিন্ন সমীক্ষায় বিজেপির আসন সংখ্যা ৩৫০ থেকে ৩৬০ দেখাচ্ছে । কিন্তু ৪ জুন নির্বাচনী ফলাফলে দেখা যাবে বিজেপি এবার ৪০০ আসন পার করবেই। তিনি আরো বলেন ,আগামী চার জুন গোটা বনমালীপুর ,রাজ্য এবং দেশবাসী হোলি উৎসব উদযাপনের জন্য তৈরি হয়ে আছেন।এদিনের রক্তদান শিবিরে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ।রক্তদানের মত মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য বিজেপির ৯ বনমালীপুর মন্ডল কমিটির নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের অভিনন্দন জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।