অত্যাধুনিক সাইবার অ্যাটাক এবং সাইবার ট্রাক থেকে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা কে সুরক্ষিত রাখার ক্ষমতা অর্জন করল ত্রিপুরা । সংশ্লিষ্ট ক্ষেত্রে ISO-2 শংসাপত্র অর্জন করেছে বিদ্যুৎ দপ্তর ।শুক্রবার এক অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং এই সংবাদ জানিয়েছেন ।
সাইবার ট্র্যাক এবং সাইবার অ্যাটাক নিয়ে অন্যান্য দপ্তরের মতো চিন্তিত ছিল রাজ্যের বিদ্যুৎ দপ্তর ।বিশেষ করে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ।কারণ টিপিটিএল বা ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড থেকেই রাজ্যভিত্তিক এবং বহি রাষ্ট্র ভিত্তিক বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হয়ে থাকে ।এক্ষেত্রে কোন ধরনের সাইবার অ্যাটাক হলে গোটা বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ার সম্ভাবনা ।ফলে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা প্রক্রিয়ার উপর সাইবার অ্যাটাক নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা আশংকার মধ্যে ছিলেন ।বর্তমানে ISO-2 শংসাপত্র পাওয়ায় এই আশঙ্কা দূরীভূত হল ।এখন থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানে সব ধরনের সাইবার আক্রমণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রাজ্য বিদ্যুত দপ্তর। কারণ কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কমপিউটিং বা সি-ডেক সংস্থা রাজ্য বিদ্যুৎ দপ্তরকে iso-২ প্রশংসাপত্র প্রদান করেছে। এই শংসাপত্র প্রদান উপলক্ষে শুক্রবার ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে ISO-2 সার্টিফিকেট আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরে সচিব অভিষেক সিং ,বিবিআরসি’র চেয়ারম্যান ডি রাধা কৃষ্ণ, রাজ্য বিদ্যুৎ নিগমের এমডি দেবাসিষ সরকার ,ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের আধিকারিক রঞ্জন দেববর্মা প্রমুখ। এই অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং এই সংবাদ জানান ।তিনি জানান ,এটি একটি অন্যতম মর্যাদাপূর্ণ শংসাপত্র ।সততা এবং নির্ভরযোগ্যতার সাথে সব ধরনের গোপনীয়তা ,অখন্ডতা এবং প্রাপ্যতা সংরক্ষণের মাধ্যমে একটি শক্তিশালী তথ্য সুরক্ষা ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য এস এলডিসি রাজ্য সরকারের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতিকে এই শংসাপত্র প্রদানের মাধ্যমে স্বীকৃত করেছে।এই অনুষ্ঠানে টিপিটিএল এর আধিকারিক রঞ্জন দেববর্মা জানান, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড বা টিপিটিএল রাজ্যের বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত ১৭ মাস বয়সী একটি সংস্থা ।এই সংস্থার মাধ্যমেই গোটা রাজ্য, বহিরাজ্য এবং বহি রাষ্ট্রে বিদ্যুৎ পরিষেবা সচল থাকে। এই সংস্থার উপর কোন ধরনের সাইবার এটাক হলে পরে গোটা পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই আইএসও সার্টিফিকেট পাওয়ার পর রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এই আশঙ্কা থেকে মুক্ত হলো বলে জানান তিনি।