গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে এক ভারতীয় সহ এক বাংলাদেশী যুবককে আটক করলো জি আর পি থানার পুলিশ। ধৃত বাংলাদেশি যুবকের এক সহযোগী ভারতীয় যুবকের সাথে ট্রেনে করে দিল্লি যাওয়ার কথা ছিল।আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশী যুবককে আটক করেছে আর পি এফ এবং জিআরপি থানার পুলিশ। একই সাথে তার এক সহযোগী ভারতীয় যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে স্টেশন থেকে বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ। তার সাথে এক ভারতীয় সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। ধৃত বাংলাদেশী যুবক ভারতীয় সহযোগী যুবকের সাথে দিল্লি যাওয়ার জন্য স্টেশনে পৌঁছয় বলে জানান তিনি।উল্লেখ্য ,এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে ।একই সাথে গত সাত দিনে মানব পাচারের সাথে যুক্ত তিনজন ভারতীয় কেও গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে ।ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মানব পাচারের সাথে যুক্ত একটি বড়সড় চক্রকে পুলিশ জালে তোলার চেষ্টা করছে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস।