Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরক্তের চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষার্থে সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে -...

রক্তের চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষার্থে সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে – মুখ্যমন্ত্রী

রক্তদানের মত মহৎ কাজেই প্রমাণিত হয় মানুষ মানুষের জন্য ।বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।রক্তদান শিবিরে মোট ১২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের স্বল্পতা দেখা দেয় ।এই অবস্থায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের সব কয়টি সংগঠন এবং জনগণের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান ।মুখ্যমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে বৃহস্পতিবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডের কমিউনিটি হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ,৩৯ নম্বর পৌর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা ।এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, রক্তদান মহৎ দান ।এই মহৎ দানে একসাথে তিন তিনটি প্রাণকে বাঁচানো সম্ভব। আর মানুষই একমাত্র রক্তদান করতে পারে ।কারণ মানুষের দেহেই প্রতি কেজি ওজন অনুসারে ২৬ml উদ্বৃত্ত রক্ত থাকে। এই রক্ত একটা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায়। পাশাপাশি এই রক্তদান করলে পরে মুমূর্ষ রোগী যেমন উপকৃত হন ,তেমনি যিনি রক্তযাতা তিনিও উপকৃত হন। মুখ্যমন্ত্রী আরও বলেন, কভিডের সময় ও ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের হাসপাতাল গুলিতে রক্তের স্বল্পতা ছিল। তখন তিনি রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। এবার লোকসভা নির্বাচনের আবহেও হাসপাতাল গুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে। তাই তিনি রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসছে জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠন। মুখ্যমন্ত্রী বলেন ,রক্তদানের মত মহৎ কাজের মাধ্যমে প্রমাণিত হয় মানুষ মানুষের জন্য।এদিন এই রক্তদান শিবিরে ১২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের অভিনন্দন জানান ।পাশাপাশি এই ধরনের একটি শিবির আয়োজন করার জন্য ৩৯ নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় কেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য