দৃষ্টিশক্তি সম্পর্কে যুব সমাজকে সচেতন করে তোলার লক্ষ্যে রবিবার আগরতলায় একটি বাইসাইকেল রেলির আয়োজন করা হয়। অখিল ভারতীয় সামুদায়িক নেত্র চিকিৎসক সমিতির রাজ্য শাখার উদ্যোগে এই বাইসাইকেল র্যালির আয়োজন করা হয় ।রেলিটি রাজধানীর আই এম এ হাউসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যামন্দির স্কুলে গিয়ে সমাপ্ত হয় ।সেখানে উপস্থিত বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতার পাঠ দেওয়া হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রায়গড় মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক স্বপন কুমার সামন্ত এই সংবাদ জানিয়েছেন।