রাজ্য থেকে এ বছর হজ যাত্রায় যাচ্ছেন ১০৯ জন। তাদের সাথে এই প্রথমবার যাচ্ছেন এক সরকারি কর্মচারী ।রবিবার তিনটি বিমানে করে হজ যাত্রীরা কলকাতার উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করবেন। এদিন আগরতলার হজভবনে হজ যাত্রীদের সংবর্ধনা প্রদানের ব্যবস্থা করা হয়। ত্রিপুরা রাজ্য হজ কমিটি এই সংবর্ধনা প্রদানের আয়োজন করে ।হজ যাত্রীদের সাথে এই প্রথমবার একজন সরকারি কর্মচারী যাওয়ার ব্যবস্থা করায় কেন্দ্র ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম ।এদিন তিনি জানান ,এই হজ যাত্রাকে কেন্দ্র করে গত এক মাস ধরে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য হজ কমিটি।