Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যবর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে উদযাপিত কবি প্রণাম

বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে উদযাপিত কবি প্রণাম

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে বুধবার ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তিথি। সরকারি বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার রবীন্দ্র কাননে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশে লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলমান তাই দেশজুড়ে আদর্শ নির্বাচনী বিধি লাগু রয়েছে, তাই এই অনুষ্ঠানে কোন মন্ত্রী বা বিধায়ক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না। তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রবীন্দ্র কাননের রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর নানা বয়সী শিল্পীরা রবীন্দ্র নৃত্য গান এবং কবিতা পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক লোকসমাগম হয়েছিল। পি কে চক্রবর্তী এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য