নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে বুধবার ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তিথি। সরকারি বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার রবীন্দ্র কাননে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশে লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলমান তাই দেশজুড়ে আদর্শ নির্বাচনী বিধি লাগু রয়েছে, তাই এই অনুষ্ঠানে কোন মন্ত্রী বা বিধায়ক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না। তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রবীন্দ্র কাননের রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর নানা বয়সী শিল্পীরা রবীন্দ্র নৃত্য গান এবং কবিতা পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক লোকসমাগম হয়েছিল। পি কে চক্রবর্তী এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান।