ভয়াবহ সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখে শুক্রবার টিআরটিসি’র বাসে চড়লেন না শিলচর পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা । শিলচর পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষ এই বাসের ব্যবস্থা করেছিল।ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের আধিকারিক ,ক্লার্ক এবং সাব স্টাফ এই তিনটি ক্যাটাগরির নিয়োগের জন্য শুক্রবার থেকে নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। এর জন্য প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী ফর্ম ফিলাপ করে ।কিন্তু এত বিরাট সংখ্যক পরীক্ষার্থীর অনলাইনে পরীক্ষা গ্রহণ করা রাজ্যে সম্ভব না হওয়ায় আগরতলার পাশাপাশি শিলচর ,গোহাটি ,ডিব্রুগড়, জোড়হাট এবং তেজপুরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় ।শিলচরের পরীক্ষার্থীদের জন্য টি আর টি সির একটি বাসের ব্যবস্হা করে কো-অপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ ।বাসটি শুক্রবার সকালে রাজধানীর টিআরটিসি কমপ্লেক্স থেকে সকাল আটটায় ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কেউ বাসে চড়ে শিলচর যাওয়ার জন্য আসেনি ।টিআরটিসি কর্তৃপক্ষ যাত্রীদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে ।এদিন টিআরটিসির এক আধিকারিক জানান ,বাসটি সকাল আটটায় ছাড়ার কথা ছিল । শনিবার দুপুর বারোটার পর শিলচর থেকে পরীক্ষার্তীদের নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে ।কিন্তু সকাল আটটা পর্যন্ত কোনো পরীক্ষার্থী এসে পৌঁছয়নি।
টিআরটিসি কর্তৃপক্ষ মনে করছেন ,সম্প্রতি পরীক্ষার্থীদের নিয়ে গোহাটিগামী একটি বাস দুর্ঘটনায় পড়ে ।এতে এক পরীক্ষার্থীর মৃত্যু হয় ।আহত হন আরো কয়েকজন পরীক্ষার্থী। এই ভয়াবহ দুর্ঘটনার কথা মাথায় রেখেই হয়তো পরীক্ষার্থীরা বাসে করে আর শিলচর যেতে চাননি।