Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যশ্রমিক সংগঠনের উদ্যোগে বিগত দিনের মতো এবারও উদযাপন করা হলো আন্তর্জাতিক শ্রমিক...

শ্রমিক সংগঠনের উদ্যোগে বিগত দিনের মতো এবারও উদযাপন করা হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস

গোটা বিশ্ব তথা দেশের সঙ্গে বুধবার রাজ্য পালিত হল আন্তর্জাতিক শ্রমিক দিবস।এ উপলক্ষে প্রফেশনাল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়ন নর্থইস্ট রিজিওনের উদ্যোগে পালিত হয় এই দিনটি।তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ ও আলোচনা সভার আয়োজন করে তারা। রাজধানী আগরতলার জগন্নাথবাড়ি রোডস্থিত তাদের অফিসে তারা পালন করে মে দিবস। এদিকে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মে দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে এই দিনটি তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। এদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুরা রাজ্য কমিটি কার্যালয়েও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে পতাকা উত্তোলন করলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন,সামগ্রিক দেশের পরিস্থিতি বিবেচনা করে ২০২৪ সালের মে দিবস সারা দেশের কৃষিজীবী ও শ্রমজীবীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত এক দশকে তিনজন স্বৈরাচারী নেতা উত্থান হয়েছে যাদের মধ্যে একজন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনজনের মধ্যে দুজনের ইতিমধ্যেই পতন হয়ে গেছে। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে তৃতীয় জনের পতন হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য