গত প্রায় এক পক্ষ কাল ধরে তাপমাত্রা একেবারে ঊর্ধ্ব গতিতে চলছে তাতে করে সাধারণ জন জীবন বিপন্ন। এত তাপমাত্রার মধ্যেও এক শ্রেণীর জনগণ এই প্রখর রৌদ্রেকে উপেক্ষা করে জীবন যুদ্ধের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। এই কথা চিন্তা করে রামকৃষ্ণ মিশন বিবেকনগর আশ্রমের উদ্যোগে বাইপাস হাইওয়েতে গাঙ্গাইল আশ্রম থেকে পথচারীদের শীতল জলদান সেবা অনুষ্ঠিত হয়, এদিন পথচারীদের কথা মাথায় রেখে পানীয় জল ও শরবত পথ চলতি জনগণের কাছে তুলে দেওয়া হয়। গত একপক্ষ কাল ধরে সূর্য মামার যে বাড়বাড়ন্ত পরিলক্ষিত হচ্ছে, যদি বরুণ দেবতার আশীর্বাদ প্রদান না করেন সাধারণ জনগণ চলাচল করাই কষ্টকর হয়ে দাঁড়াবে।তাইতো বলে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কারোর নেই কিন্তু বর্তমান যে পরিস্থিতি চলছে তা থেকে পেটের দায়ে নিত্যদিন ঘর থেকে বের হওয়া সাধারণ জনগণকে কিছুটা রেহাই দেওয়ার লক্ষ্যে বিবেকনগরস্থিত রামকৃষ্ণ আশ্রমের এই উদ্যোগে কিছুটা স্বস্তি পেল সাধারন জনগন।