দুই নাবালিকা গন ধর্ষণ কাণ্ডে জড়িত আরো তিন জনকে গ্রেফতার করলো শ্রীনগর থানার পুলিশ। শনিবার রাতে পুলিশ তাদের তিনজনকে গ্রেফতার করেছে। ধৃত তিনজন এই ধর্ষণ মামলায় মুখ্য অভিযুক্ত বলে পুলিশ সূত্রের দাবি। ঘটনার বিবরণে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা বলেন ১৩ এপ্রিল রাতে শ্রীনগর থানা এলাকাতে দুই নাবালিকা ধর্ষণের শিকার হয়েছিল। অভিযোগ নাবালক এবং সাবালক মিলে মোট সাতজন দুই নাবালিকাকে ধর্ষণ করেছিল। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। প্রথমে পুলিশ ধর্ষণ মামলায় জড়িত দুই নাবালক এবং এক সাবালককে গ্রেফতার করে। পরবর্তীকালে আরো এক নাবালককে গ্রেফতার করা হয়। এই মামলায় তিনজন অধরা ছিল। রবিবার রাতে ওসি দিলীপ দেববর্মার নেতৃত্বে পুলিশ বাকি তিনজনকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে পুলিশ চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় অভিযুক্ত সাত জনকেই গ্রেফতার করেছে। ধৃত সাতজনের মধ্যে তিনজন নাবালক এবং চারজন সাবালক।