দুই একটি বিক্ষিপ্ত ঘটনা বাদে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে পূর্ব ত্রিপুরার লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া। পশ্চিম আসনের স্মৃতি উসকেই পূর্ব আসনে ভোট পড়েছে প্রায় ৮১ শতাংশ। পশ্চিমের মতো দেশের দ্বিতীয় দফা নির্বাচনে পূর্ব আসনও মতদানে দেশে নজির সৃষ্টি করেছে।অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শুক্রবার ।দেশের ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি লোকসভা কেন্দ্রে এদিন নির্বাচন হয় ।এর মধ্যে ছিল পূর্ব ত্রিপুরার জনজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বত্রই ভোটারদের মধ্যে ছিল উৎসবের মেজাজ। এদিন সকাল থেকেই ঊনকোটি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পোলিং স্টেশনে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। শুরু থেকেই জেলার সর্বত্র প্রদত্ত ভোটের হার বৃদ্ধি পেতে থাকে ।সর্বশেষ তথ্যে জানা গেছে, ৫০. পাপিয়া ছড়া কেন্দ্রে ভোট পড়েছে ৮১.১২ শতাংশ ।৫১ ফটিকরায় বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮০.২% ।৫২ চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৯.৭ শতাংশ এবং 53 কৈলাসহ বিধানসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ৭৪.৩ শতাংশ।এদিন খোয়াই জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের ভোটাররাও উৎসবের মেজাজে ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন ।সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এই জেলার নির্বাচন ।তথ্য অনুসারে ২৪ রামচন্দ্র ঘাট বিধানসভায় ভোট পড়েছে 73.3 শতাংশ। ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৫.৪৩ শতাংশ। ২৬. আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৩৫ শতাংশ ।২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮০ .২২ শতাংশ ।২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার জেলায় সবচেয়ে কম ।এই ভোট পড়েছে ৭৩.৪৫ শতাংশ। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৬.৪৫ শতাংশ।
এদিন ধলাই জ্বালাতেও উৎসবের মেজাজে নির্বিঘ্নেই সম্পন্ন হয় নির্বাচন ।তথ্য অনুসারে ধলাই জেলার রাইমাভেলি ,কমলপুর এবং সুরমা বিধানসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ৭৫ শতাংশ। আমবাসা বিধানসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ৭৮.৫ শতাংশ।এদিন গোমতী জেলার তিনটি বিধানসভা কেন্দ্রেও নির্ভীঘ্নেই সম্পন্ন হয়েছে মতদান প্রক্রিয়া। ভোট দান কে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় ।গোমতী জেলার অমরপুর ,করবুক এবং অম্পি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কে কেন্দ্র করে কোন স্হান থেকেই কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি।