বুধবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণ করছেন ১ হাজার ৩০৩ জন শিক্ষক শিক্ষিকা ।এদের উপরে থাকবেন ১৭০ জন স্ক্রুটিনাইজার এবং ৫৭ জন হেড এক্সামিনার। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে যুক্ত রয়েছেন ৭১০ জন শিক্ষক শিক্ষিকা। রয়েছেন ১২০ জন স্ক্রুটিনাইজার এবং ৭৮ জন হেড এক্সামিনার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট ২ হাজার ৪৩৮ জন শিক্ষক শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত থাকবেন। এই উত্তরপত্র মূল্যায়নের জন্য রাজধানীর ৬টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে।এর মধ্যে চারটি স্কুলে চলবে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ।আর দুটি স্কুলে চলবে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। গোটা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী।