Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে...

পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগারওয়াল

পূর্ব ত্রিপুরার লোকসভা কেন্দ্রের সরব প্রচার বুধবার সমাপ্ত হয়েছে ।শুক্রবার এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৩ লক্ষ ৯৬ হাজার ৭৬১ জন ভোটার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।বুধবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল এই সংবাদ জানিয়েছেন
দেশের লোকসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ভোট ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ।দ্বিতীয় দফায় রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১হাজার ৬৬৪ টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।মোট ৩০ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রয়েছেন ৩০ জন ,জেনারেল অবজারভার ২ জন ,পুলিশ অবজারভার রয়েছেন ২ জন এবং এক্সপেন্ডিচার অবজারভার রয়েছেন ১ জন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, পূর্ব আসনে ১৪৪ ধারা জারি করা হয়েছে ।পুলিশ পেট্রোলিং চলছে। পূর্ব আসলে ১হাজার ৬৬৪টি পোলিং স্টেশনের মধ্যে ৪৪৪ টি পোলিং স্টেশন স্পর্শকাতর এলাকায় রয়েছে। সি ইউ ও জানান ,বৃহস্পতিবার নির্বাচিত ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে নিরাপত্তা কর্মীসহ পোলিং স্টেশনে রওয়ানা দেবেন। শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ ।ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, এখন পর্যন্ত পূর্ব ত্রিপুরা আসনের জন্য মোট ১৮ টি অভিযোগ জমি পড়েছে। এর মধ্যে বিজেপির ১টি অভিযোগ রয়েছে, সিপিআইএমের ৯টি অভিযোগ রয়েছে ,ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলের ৮টি অভিযোগ রয়েছে ।এরমধ্যে ৪টি অভিযোগ এখনো তদন্ত করে দেখা হচ্ছে। বাকি ১৪ টি অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।এছাড়া সামাজিক মাধ্যম থেকে ৫১ টি অভিযোগ পাওয়া গেছে ।এর মধ্যে ৪৬ টি অভিযোগ এর উত্তর দেওয়া হয়েছে বলে জানান সিইও পুনিত আগরওয়াল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য