ভোটে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে কর্তব্যে গাফিলতির অভিযোগে নির্বাচনের কাজের সাথে যুক্ত দুই আধিকারীকে সাময়িক বটখাস্ত করা হয়েছে ।এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলাশাসক ডঃ বিশাল কুমার এই সংবাদ জানিয়েছেন।পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটে বিভিন্ন স্থানে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ এনেছেন এই কেন্দ্রের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা ।সংশ্লিষ্ট বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানান ।এই অভিযোগ পেয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার বেশ কয়েকটি পুলিং স্টেশন পরিদর্শনে যান ।এদিন পোলিং স্টেশন পরিদর্শনে গিয়ে রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার জানান ,কিছু কিছু স্থানে কিছু অভিযোগ পাওয়া গেছে ।এখন পর্যন্ত একটি রাজনৈতিক দলের দুজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ।তিনি আরো জানান, ভোটের কাজে গাফিলতি প্রমাণিত হওয়ায় নির্বাচনের সাথে যুক্ত দুই আধিকারিককে সাময়িক দরখাস্ত করা হয়েছে।পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার আরো জানান ,বক্সনগর এবং রাজধানীর রামনগর এলাকায় কিছু অভিযোগ পাওয়া গেছে ।অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে ।সংশ্লিষ্ট স্থানগুলিতে নিরাপত্তাকর্মী পাঠানো হয়েছে ।তিনি আরো জানান ,সকাল ১১ঃ০০ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ।