Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রীর জনসভা ঐতিহাসিক রূপ নেবে সুব্রত

প্রধানমন্ত্রীর জনসভা ঐতিহাসিক রূপ নেবে সুব্রত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুধবারের জনসভা ঐতিহাসিক রূপ পেতে চলেছে ।এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস এবং সিপিএমের নির্বাচনী ইস্তেহার নিয়েও তোপ দাগেন তিনি।বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন কেন্দ্র এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সরব প্রচারের শেষ দিন ।সরব প্রচারের শেষ দিনে আগরতলায় জন সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বুধবার দুপুর একটায় জনসমাবেশ শুরু হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন প্রদেশ বিজেপির প্রবক্তা সুব্রত চক্রবর্তী ।তিনি জানান ,প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা কে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী ভাষণ শুনতে আসবেন ।এই সমাবেশ ঐতিহাসিক হবে বলেও দাবি করেন তিনি।সাংবাদিক সম্মেলনে কংগ্রেস এবং সিপিএম দলের নির্বাচনী ইস্তেহার নিয়েও কথা বলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি জানান, দেশবাসীর সাথে অন্যায় করবে কংগ্রেসের ন্যায় পত্র। তার অভিযোগ ,দেশের সভ্যতা এবং সংস্কৃতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস। এদিন সিপিএমের নির্বাচনী ইশতেহার নিয়েও সাংবাদিক সম্মেলনের তোপ দাগেন প্রদেশ বিজেপি প্রবক্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য