নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে ক্রেতা-বিক্রেতার কাছে আশীর্বাদ চাইলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোটের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। রবিবার বাংলা নতুন বছরের প্রথম দিন। তাই নির্বাচনের আবহ হলেও এদিনে ভোট প্রচারে ময়দানে তেমন ভাবে নামেননি কোন রাজনৈতিক দল। তবে কৌশলি ভোট প্রচার ছিল। রবিবার নববর্ষের সকালে রাজধানীর দুর্গা চৌমুহনী বাজারে যান রামনগর উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর অভিষেক দত্ত, বাজার কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যরা। প্রার্থী এদিন বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ব্যবসায়ীদের আশীর্বাদ চান। ব্যবসায়ীরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে কাছে পেয়ে খুব খুশি।