Thursday, September 12, 2024
বাড়িখবররাজ্যযথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পালন করা হয় সংবিধান...

যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পালন করা হয় সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন

সমস্ত সামাজিক আইন শৃঙ্খলা ভেঙে গুড়িয়ে দিয়ে এখন সংবিধানের প্রতি শ্রদ্ধা দেখানোর ছলনা করে আবার বোকা বানানোর চেষ্টা হচ্ছে।রবিবার রাজধানীর সিটি সেন্টারের সামনে ডঃ বি আর আম্বেদকরের জন্মদিনে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা তথা সি পি আই এম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই মন্তব্য করেন।তিনি বলেন সম্প্রতি রাজস্থানে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন স্বয়ং আম্বেদকর নাকি জীবিত থাকলেও এই সংবিধান পাল্টাতে পারতেন না।এদিন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির তরফে স্মরণ করা হয় সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে জন্মদিনে। এর উপলক্ষে হয় সংবিধান রক্ষায় বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানিয়ে সভা হয়। সেখানে আলোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন দেশকে অটুট রাখতে দেশের মানুষ কোমর বেঁধেছে। আর এস এস-বিজেপি এই সংবিধানের বিরোধী জন্মলগ্ন থেকে। তারাই সি এএ এনেছে দেশ থেকে একটি অংশের মানুষকে, ধর্মনিরপেক্ষতাকে ছেঁটে ফেলতে। বেআইনিভাবে ইলেকটরাল বন্ড করে টাকা লুট করলো কে? তিনি প্রশ্ন তোলেন।এবারের নির্বাচনে জবাব দিতে ইন্ডিয়া জোটকে জয় যুক্ত করতে আহ্বান জানান জিতেন বাবু।পশ্চিম আসনে লোকসভার ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা বলেন দেশ এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখে পড়েছে।বিজেপি আর এস এস আম্বেদকরের করা সংবিধানের বিরোধী। এরা সমস্ত অধিকার কেড়ে নিতে চাইছে।এই নির্বাচনে সমস্ত দেশের মানুষ এক ছাতার তলায় এসেছে ইন্ডিয়া জোটের মাধ্যমে। আম্বেদকরের স্বপ্ন দেখে ছিলেন অখণ্ড ভারতের, সেই ভারতকে ভেঙে ফেলার ষড়যন্ত্র চলছে। তাই এই বিজেপিকে হারানোর শপথ নিতে তিনি আহ্বান জানান। বক্তব্য রাখেন তফশিলি জাতি সমন্বয় সমিতির সভাপতি রতন ভৌমিক, সাধারণ সম্পাদক সুধন দাস।এর আগে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য