Thursday, September 12, 2024
বাড়িখবররাজ্যটেট ওয়ান ও টেট টু পরীক্ষার উত্তরপত্রে ভুল নিয়ে গৃহীত মামলার শুনানি...

টেট ওয়ান ও টেট টু পরীক্ষার উত্তরপত্রে ভুল নিয়ে গৃহীত মামলার শুনানি শুরু হলো মঙ্গলবার

টেট ওয়ান ও টেট টু পরীক্ষার ‘চূড়ান্ত উত্তরপত্রে’ ভুল রয়েছে বলে কয়েক জন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে যে মামলা দায়ের করে, তার উপর শুনানি হয় মঙ্গলবার। যদিও প্রথমে এই আবেদন সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়ে ছিল। পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে আবার আবেদন করেন। এদিন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি উঠে। সেখানে দু পক্ষের সওয়াল জবাব হয়। রাজ্য সরকারের পক্ষে এডভোকেট জেনারেল কিছু জবাব দিয়েছেন। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার ফের শুনানির জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছে বলে আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন পুরুষোত্তম রায় বর্মন। তিনি সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য