Wednesday, November 6, 2024
বাড়িখবররাজ্যপূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে কাঞ্চনপুরে মুখ্যমন্ত্রী

পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে কাঞ্চনপুরে মুখ্যমন্ত্রী

লোকসভা নির্বাচন কে সামনে রেখে আজ জাতি জনজাতি উল্লাস পূর্ব ত্রিপুরার আসনের কাঞ্চনপুর মহকুমায় । মাননীয় মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়া পরে এই প্রথম বার কাঞনপুরে আগমনে উনার হাত ধরে আজ লোকসভা পূব এপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববমন এর সমর্থনে কাঞ্চনপুর মন্ডল কার্যালয় শ্যামা প্রসাদ ভবন থেকে রোড শো করেন। বাজার পরিক্রমা করে জম্পুই রোডে গিয়ে ইলেকট্রিক অফিসের পাশে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর টেচু তে মাল্য দান করেন । তথ সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়, ৬০ নং আসনের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সভাপতি কাজল দাস, টি, টি,এ, এ,ডি,সির ইএম ভব রঞ্জন রিয়াং এলাকার এম,ডি,সি শৈলেন্দ্রনাথ । এই রোড শো তে অংশ গ্রহণ করেন । ভারতীয় জনতা পার্টি, ত্রিপ্রা মতা ও আই,পি,এফ,টি দলের কর্মী সমর্থকদের জন জোয়ার । মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে বলেন । মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি যে ৩৭০ টি আসনের জয়ী হওয়ার জন্য যে টার্গেট দিয়েছেন । সেই টার্গেট অনুসারে যাতে ত্রিপুরা দুটি আসন জয়ী হয়ে কেন্দ্রতে পাঠিয়ে উপহার দেওয়া জন্য চিন্তাধারা নিয়ে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন আশা রাখেন জয়ী হবেন বলে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য