রাজ্যের দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়াই লক্ষ্য। সেই লক্ষে ভারতীয় জনতা পার্টি ও তার বিভিন্ন শাখা সংগঠন কাজ করে চলেছে। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপির আইটি সেল, সোশ্যাল মিডিয়া ও ইনফ্লুয়েন্সারদের রাজ্যস্তরীয় সেমিনার হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। শঙ্কনাদ নামক এই সেমিনারে অংশ নেন আই টি সেল ও সোশ্যাল মিডিয়ার জেলা-মণ্ডল স্তরের কনভেনার, কো-কনভেনার, প্রদেশের কনভেনার, কো-কনভেনার-রা।পাশাপাশি অংশ নেন ইনফ্লুয়েন্সাররা।বিজেপির আই টি সেলের ইনচার্জ বলেন, বিজেপির বরাবর শক্তিশালী মেরুদণ্ড হিসেবে কাজ করে আই টি সেল। দলের প্রচার ও ট্যাকনিক্যাল বিভাগে এই সেলের দায়িত্ব সব সময় থাকে।তিনি বলেন, নরেন্দ্র মোদীর সুশাসনকে আরও দীর্ঘস্থায়ী করার জন্য দুই আসনে দুইজন মনোনীত করেছেন মোদীজি। এই দুইজনকে কিভাবে বেশি থেকে বেশি ভোটে জয়যুক্ত করা যায় সেজন্য আই টি -সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রচার প্রতিটি মানুষের মোবাইলে, চিন্তায় ঢুকতে পারে বিজেপির জন কল্যাণমুখী কার্যক্রম গুলি এর পরিকল্পনা স্থির করা হয়। ইনচার্জ আরও বলে, এদিন নেতৃত্ব দিক দর্শন করেছেন নির্বাচনের কয়েকটি দিন কি পরিকল্পনা তা নিয়ে।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।