নির্বাচনকে কেন্দ্র করে ঝড়ো প্রচারে বিজেপি বিশেষ জোর দিচ্ছে বিজেপি বিরোধী বিধানসভা কেন্দ্রগুলিতে। প্রায় প্রতিদিন বিজেপির প্রথম সারির নেতৃত্বরা পালা করে নির্বাচনে প্রচারে ঘুরে বেড়াচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি। ব্যতিক্রম নয় ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র। কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত এই কেন্দ্রে পদ্মফুল ফোটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। মঙ্গলবার ৬ আগরতলার ৫ নং ওয়ার্ড এলাকায় বিজেপি প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ, বিপ্লব কুমার দেব এর সমর্থনে পদযাত্রা করে পাপিয়া দত্ত। সংবাদমাধ্যমকে তিনি জানান,ছয় আগরতলায় ব্যাপক সাড়া মিলছে বিজেপির প্রচারে। ২০২৩ সালে কংগ্রেস এবং কমিউনিস্টের জোটে যারা প্রথম সারি নেতৃত্ব ছিলেন তারা ইতিমধ্যে বিজেপির পতাকা তলে শামিল হয়েছেন বলেও জানান তিনি।