Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যনতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুবশক্তিকে এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে -...

নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুবশক্তিকে এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে – বিপ্লব

ষড়যন্ত্রকারীদের ছেড়ে বা রেহাই করে কেউ কথা বলবেন না | কর্মীদের প্রতি এই বার্তা দিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য | বিজেপি দলে যারা ষড়যন্ত্রকারী রয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে | ষড়যন্ত্রকারীদের এখন থেকে না দমালে ভবিষ্যতে দলের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে | যার জন্য শুরুতেই ষড়যন্ত্রকারীদের খতম করে ফেলতে হবে | তবেই সংগঠন হবে আরো শক্তিশালী | এই আহ্বান রেখেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য | শ্রী ভট্টাচার্য সমস্ত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন , আমাদের সঙ্গে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , রয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা , রয়েছে বিপ্লব দেব , রয়েছে সমস্ত মন্ত্রী বিধায়করা | সুতরাং বিজেপির জয় কেউ রুখতে পারবে না | এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন , আইন-শৃঙ্খলার দিক দিয়ে ত্রিপুরা গত বছরে নিচের দিকে পঞ্চম স্থানে ছিল | এবছরে ত্রিপুরা তৃতীয় স্থানে চলে এসেছে | রাজ্যের আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতি ধীরে ধীরে আরো উন্নতির দিকে যাচ্ছে |যুব মোর্চার উদ্যোগে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব বলেন , নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে 2018 সালে বিজেপি দল যেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা, তার সফল রূপায়ণ করেছে | আগামী দিনে এই ত্রিপুরা আরো বহুদূর এগিয়ে যাবে | যার জন্য যুবশক্তিকে এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে | কেননা যুবকরা এই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবে |রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত যুব জমায়েতে এদিন তিন প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন ও পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য নির্বাচক মন্ডলীর কাছে আহ্বান জানিয়েছেন |

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য