৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি দলের ভোট প্রচারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। শনিবার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত এক পদ যাত্রায় অংশ গ্রহন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। পদযাত্রায় অংশ গ্রহন করেন বিজেপি দলের নেতৃবৃন্দ। শনিবার থেকে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট প্রচার শুরু হল ।এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই উপলক্ষে এদিন রাজধানীর কর্ণেল চৌমুহনি থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় ।এই পদযাত্রায় অংশ গ্রহন করেন মুখ্যমন্ত্রী ।পদযাত্রাটি কর্ণেল চৌমুহনি থেকে শুরু হয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে রামনগর ৪ নম্বর রোডে এসে সমাপ্ত হয়।পদযাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান, রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের মত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিজেপির বিরাট জয় হবে।মানুষের সমর্থন দেখেই সেটা বোঝা যাচ্ছে ।আগামী ১৯ এপ্রিল দেশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের সাথে আগরতলার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।এই উপনির্বাচনের জন্য আগেই বিজ্ঞপ্তি জারি হয়েছে ।আগামী ২৭ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।