Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যজাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে রাজভবনে আয়োজিত হলো পশ্চিম জেলার টিকাকরণ দিবস

জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে রাজভবনে আয়োজিত হলো পশ্চিম জেলার টিকাকরণ দিবস

শনিবার ১৬ মার্চ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় টিকাকরণ দিবস। এ উপলক্ষে পশ্চিম জেলার জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহায়তায় রাজভবনে আয়োজন করা হলো জাতীয় টিকাকরণ দিবসের। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।জনগণকে অনুপ্রাণিত করা এবং প্রচারের লক্ষ্যে প্রতি বছর ১৬ মার্চ পালিত হয় জাতীয় টিকাকরণ দিবস।ভারতে প্রথমবারের মতো জাতীয় টিকা দিবস পালিত হয় ১৯৯৫ সালের ১৬ মার্চ। এই দিনে ভারতকে পোলিও মুক্ত করার জন্য ভারত সরকার ‘প্লাস পোলিও ক্যাম্পেন’ শুরু করেছিল। যার অধীনে এই দিনে প্রথমবারের মতো শিশুদের পোলিও টিকা দেওয়া হয়েছিল। সেই থেকে পোলিও নির্মূলের জন্য সচেতনতা বৃদ্ধি এবং অন্য টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছর ১৬ মার্চ ভারতে জাতীয় টিকা দিবস পালন শুরু হয়। আরও বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে এবং স্বাস্থ্য পরিষেবার উন্নত করতে চলতি বছর দিবসটি ‘ভ্যাকসিনস ওয়ার্কস ফর অল’ হিসেবে পালিত হচ্ছে। শনিবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি, নাল্লুর উপস্থিতিতে রাজভবনে পালিত হয় জাতীয় টিকাকরণ দিবস।পশ্চিম জেলার জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে শিশুদের নিয়ে অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনের পর রাজ্যপাল একটি শিশুকে টিকাকরণের করেন। পরবর্তীতে অভিভাবকদের সঙ্গে কথাও বলেন তিনি। এক সাক্ষাৎকারে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, বিভিন্ন কঠিন রোগ থেকে দূরে থাকতে টিকাকরণ অত্যন্ত জরুরি। টিকাকরণ প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। তিনি বলেন শিশুদের জন্য টিকাকরণ অত্যন্ত জরুরি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য