Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যআইন অমান্যের অভিযোগে আদালতে হাজিরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আইন অমান্যের অভিযোগে আদালতে হাজিরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

২০২০ সাল তখন গোটা বিশ্বে দাপট দেখাচ্ছিল কোভিড এই সময় ২৬ শে জুলাই জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ের সমর্থনে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় একটি জমায়েতে অংশগ্রহণ করেন সিপিআইএম নেতৃবৃন্দ এদের মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তখনকার বিরোধী দলনেতা মানিক সরকার প্রাক্তন মন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলের উপনেতা দিলীপ চৌধুরী সাংসদ সংকর প্রসাদ দত্ত। সহ সিপিআইএমের ৮ জন শীর্ষ নেতৃত্ব পুলিশের অনুমতিন নিয়ে জমায়েতে শামিল হওয়া সত্ত্বেও পুলিশ তাদের বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গের মামলা দায়ের করে সংশ্লিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে শনিবার সি জে এম কোর্টে উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ বলে দাবি করলেন সংশ্লিষ্ট বাম নেতৃত্বরা। এদিন বাম নেতৃত্বেদের পক্ষে এক আইনজীবী এই সংবাদ জানান। এদিন বাম নেতৃত্বেদের পক্ষে আইনজীবী আরো জানান এই মামলার সারবত্তা কিছু নেই। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই পুলিশ এই মামলা গ্রহণ করেছিল। এই মামলার স্বপক্ষে সাক্ষ্য বাক্যরা সবাই পুলিশ প্রশাসনের আধিকারিক বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য