আগামী ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলের পক্ষ থেকে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, একটা মাত্রই লক্ষ্য পুনরায় দেশের প্রধানমন্ত্রী রুপে নরেন্দ্র মোদিকে ক্ষমতায় ফেরানো। তারই পরিপ্রেক্ষিতে বুধবার নয় বনমালীপুর মন্ডল অফিসের সামনে দেওয়াল লিখন কর্মসূচি পালন করে শাসক বিজেপি, এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং নয় বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেবসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপি সভাপতি জানান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে ও রাজ্যের দুটি লোকসভা আসন বিপুল ভোটে জয়ী হয়ে পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করার লক্ষেই দেওয়াল লিখন কর্মসূচিতে পদ্মফুল এবং ফিরসে একবার মোদি সরকার এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে নানা কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান। এ দিনের কর্মসূচি কে কেন্দ্র করে দলীয় কার্যকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।