Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপুর নিগমের সেন্ট্রাল জোনে সুশাসন মেলা

পুর নিগমের সেন্ট্রাল জোনে সুশাসন মেলা

বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন ২.০ এর অঙ্গ হিসেবে পুর নিগমের সেন্ট্রাল জোনের উদ্দ্যোগে এ এম সি অফিসে দ্বিতীয়বারের মতো সুশাসন শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্তসহ অন্যান্যরা। আজকের এই শিবিরে জনগণের জন্য যে সুবিধা গুলি প্রদান করা হয় তা হল পি আর টি সি ,এস সি, ও বি সি সার্টিফিকেট আয়ুষ্মান কার্ড,আধার কার্ড, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সুবিধা । ইতিপূর্বে একটি শিবির অনুষ্ঠিত হয়েছিল, আজকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে শিবির।গত শিবিরে নাগরিকরা যে আবেদন করেছিলেন সেগুলির সার্টিফিকেট দেওয়া হয় আজকের এই শিবিরে। এদিন মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সকল মানুষরা নিজেদের প্রয়োজনীয় নথিপত্র বানাতে পারেননি বা দপ্তরে গিয়ে এগুলির আবেদন করার ক্ষমতা যাদের নেই তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এই সমস্ত নথিপত্র যেন এরা সহজ ভাবে বানাতে পারে এবং পেতে পারে তার জন্য প্রতি ঘরে সুশাসন কর্মসূচি শুরু করেছে, প্রথম বারে হয়তোবা অনেকের কাছে এই সুশাসন পৌঁছাতে পারেনি তাই তাদের কাছে যেন রাজ্য সরকারের এই সুযোগ-সুবিধা পৌঁছে যায় সেদিকে লক্ষ্য রেখে দ্বিতীয়বারের মতো এই সুশাসন কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছেন। আজকের এই শিবির কে ঘিরে জনগণের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য