ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার বাংলা এবং রোমান হরফে উত্তরপত্র লেখার দাবিতে উপজাতি ছাত্র সংগঠন দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে। তাছাড়া গতকাল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এই প্রসঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সম্মুখে তুলে ধরেন, তখন মুখ্যমন্ত্রী এই বিষয়ে সিবিএসই বোর্ড কর্তৃপক্ষকে চিঠি প্রদান করবেন বলে আশ্বাস দেন। তা সত্ত্বেও বুধবার রাজধানীর সার্কিট হাউস থেকে গান্ধী মূর্তির পাদদেশে উপজাতি ছাত্র সংগঠন এক বিক্ষোভ কর্মসূচিতে মিলিত হয়, এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের সহ-সভাপতি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু আশ্বাস দিয়েছে আমরা অপেক্ষা করবো। কিন্তু গত বছর বোর্ড কর্তৃপক্ষকে টেক্সট বই বাংলা ভাষায় এবং উত্তরপত্র রোমান হরফে কার্যকর করার দাবি নিয়ে মেমোরান্ডাম প্রদনন করা হয়েছিল বলে জানিয়েছেন, কিন্তু বছর পেরিয়ে গেলেও এর কোন সুরাহা আমরা দেখতে পাইনি, তাই মেমুরেণ্ডাম প্রদানের পর তা কতটুকু কার্যকর হয়েছে সে বিষয়ে অবগত হওয়ার জন্যই আজকের এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি