Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যলোকসভা নির্বাচনকে লক্ষমাত্রা করে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক

লোকসভা নির্বাচনকে লক্ষমাত্রা করে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক

আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসক দল বিজেপির তৎপরতা জারী রয়েছে পূর্বের মতো। নির্বাচন যত এগিয়ে আসছে তত এই তৎপরতা বাড়ছে শাসকদলের মধ্যে। রাজ্যের দুইটি লোকসভা আসন পদ্মফুল হিসাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার লক্ষ্যে চলছে এই তৎপরতা। এরই অঙ্গ হিসাবে নিয়মিত দলের প্রদেশ স্তর থেকে শুরু করে জেলা এবং মন্ডল স্তরে চলছেনানা ধরণের বৈঠক। একই সঙ্গে চলছে মিছিল, সভা ইত্যাদি। তবে মূলত বিভিন্ন বৈঠকের মাধ্যমে নির্বাচনী রণকৌশল তৈরীতে দলের প্রদেশ নেতৃত্বকে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। অনুরূপভাবে আজ মঙ্গলবার ৯ জানুয়ারী রাজ্যের রাজধানী শহর আগরতলার কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয় কুযাভাট ঠাকরে ভবনে এই জাতীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্য মন্ত্রী যীষ্ণু দেববর্মণ সহ প্রাক্তন মন্ত্রী তথা ৫০-পাবিয়াছড়া তপশিলী জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং অন্যান্যরা। দলীয় সূত্রে পাওয়া খবর অনুসারে উল্লেখিত বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে আরও বেশী জোরদার ভাবে সংগঠন বিস্তারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। স্থির হয়েছে রাজ্যের দুইটি লোকসভা আসনকে যেকোন মূল্যে পদ্মফুল হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দিতে হবে। এরজন্য সম্ভাব্য সব ধরণের আইনী উদ্যোগ গ্রহণ করা হবে দলের তরফে। এ নিয়ে প্রয়োজনে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে নির্দেশ এবং পরামর্শ গ্রহণ করা হবে। সেই নির্দেশ ও পরামর্শের ভিত্তিতে প্রদেশ স্তরে কার্যক্রম শুরু হবে। তারপর প্রদেশ নেতৃত্বের নির্দেশ অনুসারে দলের সাংগঠনিক জেলা ও মন্ডল পর্যায়ে চলবে প্রয়োজনীয় উদ্যোগ। পাশাপাশি শক্তি কেন্দ্র সহ বুথ পর্যায়ে এই উদ্যোগ ছড়িয়ে দিতে হবে। মোট কথায় রাজ্যের দুইটি লোকসভা আসন দখলে সর্বাত্মক প্রয়াস নেওয়া হবে শাসক দল বিজেপির তরফে। বস্তুত এই লক্ষ্যকে সামনে রেখে গত কয়েক মাস ধরে দলের প্রদেশ ও অন্যান্য সাংগঠনিক স্তরে জোরদার তৎপরতা চলছে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নির্দেশ। এরজন্য ধাপে ধাপে দলের সর্বভারতীয় পদাধিকারীরা আসছেন রাজ্যে। তাছাড়া কেন্দ্রের বিভিন্ন মন্ত্রীও সরকারী অনুষ্ঠানে দফায় দফায় রাজ্য সফর করে চলছেন। এই সফরকালে তারা দিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ। দলের প্রদেশ নেতৃত্বের তরফে এসব নির্দেশ ও পরামর্শের কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে সাংগঠনিক জেলা এবং মন্ডল স্তরে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য