শহর আগরতলায় চুরের পাশাপাশি মাথা গজিয়েছে ছিনতাইবাজদের। রাজধানীর কোন না কোন প্রান্তে ঘটেই চলেছে ছিনতাইবাজ এর ঘটনা। এরকমই একটি ঘটনা প্রত্যক্ষ করা গেল গতকাল রাতে মহারাজগঞ্জ বাজার এলাকায়। জানা যায় গতকাল রাত রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকায় এক ডেলিভারি বয় এর কাছ থেকে ২০০০ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুই ছিনতাইবাজ। আজ সকালে সেই ডেলিভারি বয় সেই ছিনতাইবাজকে দেখতে পায় রাজধানীর শিববাড়ি সেন্ট্রাল রোড এলাকায় এবং তাকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে পিলারের সাথে। তারপর খবর দেওয়া হয় পুলিশকে, পুলিশ এসে সেই ছিনতাইবাজকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।