Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যআসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পুরোদমে ময়দানে নেমে পড়ল রাজ্যের শাসক দল...

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পুরোদমে ময়দানে নেমে পড়ল রাজ্যের শাসক দল বিজেপি

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি। তাই প্রতিদিনই শাসক দলের তরফে নানা কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে এক সাংগঠনিক কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মনসহ প্রায় সকল সহ-সভাপতি, সবকটি মোর্চার নেতৃত্ব, দলের প্রায় সব বিধায়ক, মন্ত্রিসহ বিভিন্ন স্তরের নেতৃত্ব। দলীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়। এদিনের এই কর্মসূচি শুরুর আগে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান, লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে যাতে বিজেপি প্রার্থীদের জয়ী করা যায় তার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এই লক্ষ্যে সংগঠনকে আরো মজবুত করা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।অপরদিকে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন এদিনের এই বৈঠক সম্পর্কে সাংবাদিকদের বলেন, সাংগঠনিক সহ নানা বিষয় নিয়ে চিন্তন করা হবে। দলের নানা বিষয়ে আলোচনা করবেন উপস্থিত নেতৃবৃন্দ।সব মিলিয়ে বলা যায় বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ চালিয়ে যাচ্ছে শাসকদল বিজেপি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য