বিরোধী দলের সাংসদদের সংসদ থেকে বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি। এই অভিযোগ এনে সিপিআইএম ও সিপিআইএমএলসহ ৫ টি বামপন্থী সংগঠন এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করে শুক্রবার। গোটা দেশেই এই কর্মসূচি পালন করছে তারা। শুক্রবার আগরতলায় সংঘটিত মিছিলটি সিপিআইএমের সদর পার্টি অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে মিলিত হয়। সেখানে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী,প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার,প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, বামফ্রন্টের আহবায়ক নারায়ণ করসহ অন্যান্য নেতৃত্ব। এক সাক্ষাৎকারে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, সংসদে হামলার ঘটনা প্রমাণ করলো প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের নিরাপত্তার এটা একটা ত্রুটি। শ্রী চৌধুরী বলেন,সংসদ ভবনে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঘটনার জবাব চাওয়া হলে এর পরিপ্রেক্ষিতে বিরোধীদলের সাংসদদের সাসপেন্ড করার বিষয়টি নজিরবিহীন ।ভারতীয় গণতন্ত্রের জন্য এই ঘটনা একটা কলঙ্কিত অধ্যায় বলে মনে করেন তিনি।