মশার উৎপাত থেকে পুরবাসীকে নিস্তার দিতে প্রতিনিয়ত কাজ করে চলেছে পুর নিগম। কিন্তু এরপরও মশার উপদ্রব কমানো সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে বিরোধী দলও একাধিকবার পুর নিগমকে দোষী সাব্যস্ত করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে। এই অবস্থায় নিগম কর্তৃপক্ষ নতুন পদক্ষেপ হাতে নিল। শুক্রবার আখাউড়া খাল সংস্কারের কাজ পরিদর্শন করতে জান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদবসহ অন্যান্য আধিকারিক। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন, আখাউড়া খাল সংস্কারের সময় বাঁধ দিয়ে জল আটকে কাজ করতে হয়। ধারণা করা হচ্ছে, সেই জমা জলের কারণেই বেড়েছে মশার উপদ্রব। সকলের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত হয়েছে যে জল যাতে জমে না থাকে তার ব্যবস্থা করা হবে।