ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পদার্পণ করল। এই উপলক্ষে বৃহস্পতিবার ব্যাংকের ৪৮ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজধানী আগরতলার সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র সিং।অনুষ্ঠানে ব্যাংকের পুরাতন কর্মচারী এবং একাংশ গ্রাহকদের সংবর্ধিত করা হয়। সেই সঙ্গে ব্যাংকের অতীতদিন থেকে বর্তমান সময়ে কাজের বিভিন্ন বিষয় নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী-রতন লাল নাথ বলেন, দেশ এবং রাজ্যের উন্নয়নে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি চাইছেন আত্মনির্ভর ভারত এবং রাজ্য সরকার চাইছে আত্মনির্ভর ত্রিপুরা। এই ব্যাংকের কাজকর্ম নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, মানুষ ব্যাংকে টাকা রাখে এবং ব্যাংক ঋণ দেয় এক্ষেত্রে গ্রামীণ ব্যাংকে আরো সদর্থক ভূমিকা নিতে হবে। সেই সঙ্গে তিনি আরো বলেন গ্রামীণ ব্যাংকের যে সকল সাফল্যের স্বীকৃতি এসেছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের কাজে স্বীকৃতি স্বরূপ যে সকল সম্মাননা দেওয়া হয়েছে তা বর্তমান সরকারের সময়ে। তবে গ্রামীন ব্যাংকের সিডি রেশিওআরোবাড়ানোরপরামর্শ দেন মন্ত্রী।সবশেষে ব্যাংকের বিভিন্ন শাখায় জীবন জ্যোতিবীমা করার পর যে সকল গ্রাহকের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের সদস্যদের হাতে শর্ত অনুসারে আর্থিক অনুদানের চেক তুলে দেন উপস্থিত অতিথিরা।