Friday, October 18, 2024
বাড়িখবররাজ্য২৩ ও ২৫ শে ডিসেম্বর আগরতলা শহরে অনুষ্ঠিত হবে সর্বভারতীয় বহুভাষিক নাট্য...

২৩ ও ২৫ শে ডিসেম্বর আগরতলা শহরে অনুষ্ঠিত হবে সর্বভারতীয় বহুভাষিক নাট্য উৎসব

সোমবার ন্যাশানাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিষ্টস এন্ড অ্যাক্টিভিষ্টস (নিফা) ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে রাজধানী আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়, এদিনের বৈঠকে সংগঠনের জনৈক নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান যে, নিফা সর্বভারতীয় বহুভাষিক নাট্য উৎসব আগামী ২৩শে ডিসেম্বর থেকে আগরতলাতে শুরু হচ্ছে। ২৩শে ডিসেম্বর বিকেল ৪ ঘটিকায় সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এই নাট্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে এবং ২৫শে ডিসেম্বর ৪ টা ৩০ মিনিট থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে এই নাট্য উৎসব চলবে। এই নাট্য উৎসবে দিল্লী, জামসেদপুর, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার নাট্য দল অংশ গ্রহন করছেন বলে জানান তিনি । তাছাড়া আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয়কে তুলে ধরে এই উৎসবকে মনমুগ্ধকর নাটকে প্রদর্শিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তার পাশাপাশি এই নাট্য উৎসবে ম্যাকবেথ, ম্যানস্ ক্লাব, সুদামা কে চাউল, কন্যাদান, অনিকেত বিকলাঙ্গ কে, সহ অন্যান্য নাটকেরও মঞ্চস্থ করা হবে বলেও জানান তিনি। নাটকগুলো সবার জন্য উন্মুক্ত। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নিফা সর্বভারতীয় সভাপতি অনিমেষ দেবরায়, রাজ্য সভাপতি বিভুতি দেব্বর্মা, সহ সভাপতি সঞ্জয় সেন, বাপন সাহা, দীপক কুমার সিনহা প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য