Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যকৃষি স্নাতক সমিতির দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

কৃষি স্নাতক সমিতির দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার ১৭ ডিসেম্বর। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নম্বর হলে। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, বিদুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী রাজীব ভট্টাচার্য্য। সেই সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি সচিব অপূর্ব রায়, কৃষি অধিকর্তা শরবিন্দু দাস, উদ্যান কর্তা ড: ফনীভূষন জমাতিয়া, কৃষি স্নাতক সমিতির সভাপতি ড: রাজীব ঘোষ, সম্পাদক সুজিত দাস। দ্বিবার্ষিক সম্মেলনের পাশাপাশি রাজ্যের ৮ জন প্রগতিশীল কৃষককে সম্বর্ধিত করা হয়। ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির প্রায় ৪০০ জন কৃষি আধিকারিক রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত যারা সভ্য এবং সভ্যারা রয়েছেন, উনারাও অংশ গ্রহন করেন। সমিতির যারা আজীবন সদস্য সদস্যা রয়েছেন উনারাও আমন্ত্রিত ছিলেন। রজ্যে বিভিন্ন দপ্তরের ভ্রাতৃপ্রতীম সংগঠনের কার্য কর্তারাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের রতন নাথ বলেন বলেন সারা ভারতবর্ষ ে আত্মনির্ভর হতে হলে স্বনির্ভর হতে হলে কৃষির বিকল্প ছাড়া কিছু নেই। রাজ্যে বর্তমান সরকারের আমলে সে ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। রাজ্যের কৃষকরাও কৃষি ক্ষেত্রের উপর বেশি গুরুত্ব দেবার আহ্বান রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী.

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য