Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যছাত্রী নিবাসে উদ্ধার এক ছাত্রীর মৃতদেহ

ছাত্রী নিবাসে উদ্ধার এক ছাত্রীর মৃতদেহ

ছাত্রী নিবাসে সপ্তম শ্রেণীর এক পড়ুয়ার আত্মহত্যা। চাঞ্চল্যকর ঘটনা বুধবার রাতে রাজধানীর সুপারি বাগান স্থিত অনঙ্গমোহিনী জনজাতি ছাত্রী নিবাসে ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা সহ পশ্চিম মহিলা থানার পুলিশ সপ্তম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাজধানীর সুপারি বাগান স্থিত অনঙ্গমোহিনী জনজাতি ছাত্রী নিবাসে। মৃত ছাত্রীর নাম শেয়ারী জমাতিয়া, বাড়ি তেলিয়ামুড়া মহকুমার হদ্রাই এলাকায়। জানা গেছে, এই ছাত্রী নিবাসে থেকে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতে ছাত্রী টি। সংশ্লিষ্ট রুমে আরো তিন ছাত্রীর সাথে থাকতো শেয়ারী। বুধবার রাত পৌনে দশটা নাগাদ রুমের অন্য তিন ছাত্রী ভাত খাওয়ার জন্য ডাইনিং রুমে যায় ।অন্য ছাত্রীরা তাকেও ভাত খাওয়ার জন্য বললে সে পরে আসছে বলে জানায় ।তিন ছাত্রী রুম থেকে চলে যাওয়ার পর সিলিং ফ্যানে ওড়না জড়িয়ে আত্মহত্যা করে সে।অন্য ছাত্রীরা খাওয়া দাওয়া সেরে রুমে ফিরতেই তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে ।তাদের চিৎকার শুনে অন্যান্যরা ছুটে আসে। ছাত্রী নিবাসের অধ্যক্ষা সাধনা সরকার বিষয়টি সাথে সাথে মন্ত্রী বিকাশ দেববর্মা ও পশ্চিম মহিলা থানায় জানান। তিনি জানান, ছাত্রীটির বয়স আনুমানিক ১৩ বছর হবে। এই ছাত্রী নিবাসে ষষ্ঠ শ্রেণী থেকে পড়াশোনা করত সে
খবর পেয়ে সাথে সাথে ছাত্রী নিবাসে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা ।এই ঘটনায় গভীর দুঃখ ব্যক্ত করেন তিনি ।তিনি জানান ছাত্রীর পরিবারে খবর দেওয়া হয়েছে ।কি কারনে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে পুলিশ। ছাত্রী নিবাসের অন্যান্য ছাত্রীদের কাছ থেকে জানা গেছে ,গত তিন চার মাস আগে তার মা অন্য এক পুরুষের সাথে পালিয়ে যায়। এরপর থেকেই ছাত্রীটি অন্যান্যদের সাথে খুব বেশি একটা মেলামেশা করত না। চুপচাপই থাকতো ।এদিকে পশ্চিম মহিলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালের মর্গে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।এদিকে বৃহস্পতিবার ময়না তদন্তের পর দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য