Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপুর নিগমের কনফারেন্স হলে আগরতলা পুর নিগমের শারদ সম্মান অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠক

পুর নিগমের কনফারেন্স হলে আগরতলা পুর নিগমের শারদ সম্মান অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠক

বিগত বছরের ন্যায় এবছরও শারদ সন্মান অনুষ্ঠান আয়োজিত করতে চলেছে আগরতলা পুর নিগম, সেদিকে লক্ষ রেখেই বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে, নিগমের সমস্ত কর্পোরেটরদের নিয়ে পুর নিগমের উদ্যোগে আয়োজিত শারদ সন্মান অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠক করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিন মেয়র সংবাদমাধ্যমকে জানান আগরতলা শহর ও শহরতলী এলাকা মিলিয়ে ২১টি পুরস্কারের ঘোষনা দিয়েছিল আগরতলা পুর নিগম, যার মধ্যে রয়েছে ৫ টি সেরার সেরা পুরস্কার যা হল প্রতিমা মন্ডব, আলোকসজ্জা, থিম এবং সেরা মহিলা পরিচালিত পুরস্কার এই পাচটি বিষয়ের উপর ৫টি পুরস্কার এবং ৪টি জোনালে সেরার সেরা প্রতিমা, মন্ডব, আলোকসজ্জা ও থিম এই চারটি বিষয়ে আরও ১৬ টি পুরস্কারের ঘোষনা রয়েছে পুর নিগমের পক্ষ থেকে। মূলত অনুষ্ঠানের দীনক্ষন নির্ধারন নিয়েই আজকের এই বৈঠক, তাছাড়া অনুষ্ঠানকে অন্যরুপ প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর উপস্থিতি আবশ্যক তাই মুখ্যমন্ত্রী কবে নাগাদ অবসর হবেন তা দেখেই অনুষ্ঠানের দিন তারিখ রাখা হবে এবং কোন কোন ক্লাব নির্বাচিত হয়েছে পুরস্কারের জন্য তা আগামী কিছু দিনের মধ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য