Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হল জাতীয় শক্তি সঞ্চয় দিবস

রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হল জাতীয় শক্তি সঞ্চয় দিবস

জাতীয় শক্তি সঞ্চয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ প্রতিবছর ১৪ ডিসেম্বর দিনটিকে জাতীয় শক্তি সঞ্চয় দিবস হিসেবে পালন করা হয়। সারা দেশের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যেও দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন জায়গাতে এই দিনটি উদযাপন করা হলেও মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার ৭৯ টিলা এলাকার ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের অফিসে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রকে ব্যাপক ভাবে উন্নত করার জন্য বর্তমান সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলছে। এর জন্য একাধিক বিদ্যুৎ সংস্থার সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে বিষয়টিতে বর্তমানে গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী আরো বলেন সময়ের দাবি মেনেই প্রয়োজন শক্তি সংরক্ষণ। এ বিষয়ে প্রত্যেক বিদ্যুৎ ভোক্তা সমেত ছাত্র-ছাত্রী ও সমস্ত অংশের মানুষকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার রোধ এবং বিদ্যুৎ চুরি রোধে সকলকে এগিয়ে আসতে হবে।এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের সচিব, অধিকর্তাসহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও এদিনের এই কর্মসূচি পালন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য