Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যমশা দমনে পুরো নিগম প্রচেষ্টা চালাচ্ছে মেয়র

মশা দমনে পুরো নিগম প্রচেষ্টা চালাচ্ছে মেয়র

ইদানিং আগরতলা পুর নিগম এলাকায় মশার উপদ্রবে নাস্তানাবুদ নিগমবাসী। এই বিষয়ে নিগমকে জানানো হলেও কোন প্রকার ব্যবস্থা নেই নিগমের পক্ষ থেকে। তাছাড়া বিগত কিছুদিন আগে শহরে মশার উপদ্রব নিয়ে সোচ্চার হয়েছিল বিরোধী সিপিআইএমের যুব সংগঠন, পদক্ষেপের দাবীতে দিয়েছিলো ডেপুটেশনও। তারপরও নেই কোন হেলদোল, কেননা মেয়র সাহেব উদ্বোধন ও পরিদর্শনের খেলায় ব্যাস্ত, বলা চলে মেয়র পদে আসীন দুই বছর পূর্তিতে পালিত হচ্ছে নানা কর্মসূচী, যেখানে উপহারস্বরুপ দেওয়া হচ্ছে মশারী, সেটাই কি মেয়র সাহেবের মশা দমনের একমাত্র ব্যবস্থা। সোমবার আগরতলা পুর নিগমের ২৪ নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মশা দমনে পুর নিগমের উদ্যোগ প্রসঙ্গে মেয়রকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই বিষয়ের উপর পুর নিগম গুরু দায়িত্ব পালন করছে যার ফলস্বরূপ আজকের এই কর্মসূচী। মশার উপদ্রব দমনের পূর্বে সৃষ্টিটা কোথা থেকে হচ্ছে সেটা আগে বের করতে হবে, নর্দমাগুলিকে পরিষ্কার রাখলে হয়তোবা কিছুটা কমবে। তাছাড়া বিরোধীদের কথা, তারা কি করেছে বিগত ২৫ বছরে আগরতলা পুরবাসীদের জন্য? বলে তোপ দাগেন। তার পাশাপাশি পুর নিগমের সাথে সাথে পুরবাসীদেরও সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে, নিজের জায়গা নিজে পরিষ্কার করতে নিজের বাড়ির সামনে ড্রেন নিজে পরিষ্কার করতে হবে তারপর বাকিটা নিগমের সাফাইয়ের কাজে যারা জড়িত তারা দেখবে। এককথায় পুর নিগম যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে এবং নিগমবাসীদের সচেতন হবার আহ্বান রাাখেন। এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য