Friday, July 26, 2024
বাড়িখবররাজ্যমহারাজগঞ্জ বাজারে অব্যাহত রয়েছে প্রশাসনিক বিশেষ অভিযান

মহারাজগঞ্জ বাজারে অব্যাহত রয়েছে প্রশাসনিক বিশেষ অভিযান

শুক্রবার মহারাজগঞ্জ বাজারে চলে খাদ্য দপ্তরের অভিযান। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে উদ্ধার হয় ১০ বস্তা রেশন দোকানের চাউল। উদ্ধার হওয়া বেআইনি মজুত চাউলের বস্তা বাজেয়াপ্ত করে মহকুমা প্রশাসনের আধিকারীকরা। মহারাজগঞ্জ বাজারের চাউল পট্টিতে থাকা কৃষ্ণ সাহা ও সত্যনারায়ন সাহার দোকানে তল্লাশী চালানো হয়। ক্যাশমেমো সহ প্রয়োজনীয় নথী দেখাতে পারেনি ঐ দুই দোকানী। আলু-পেঁয়াজের পাইকারী দোকানে দাম যাচাই করে দেখেন প্রশাসনের লোকজন। পেঁয়াজের পাইকারী দাম ছিল প্রতি কেজি ৫২-৫৪ টাকা। আর খুচরো মূল্য ছিল ৬০ টাকার মধ্যে। সেখান থেকে দুটি রেষ্টুরেন্টে হানা দেন আধিকারীকরা। তাদের দোকান থেকে উদ্ধার হয় দুটি বাড়ি-ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার। এদিন অভিযান নিয়ে বলতে গিয়ে মহকুমা প্রশাসনের এক আধিকারীক জানান, যাদের কাছ থেকে বেআইনি মজুত করা জিনিষ উদ্ধার হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহন করবে মহকুমা প্রশাসন। তিনি জানান, নিত্য ভোগ্য পন্যের বাজার দর নিয়ন্ত্রনেই রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য