Sunday, April 21, 2024
বাড়িখবররাজ্যবাবার শাসনে আত্মঘাতী মেধাবী ছাত্রের

বাবার শাসনে আত্মঘাতী মেধাবী ছাত্রের

মোবাইলকে কেন্দ্র করে মা বাবার মৃদু ধমক, আর এতেই অভিমানে আত্মঘাতী মেধাবী ছাত্র ।মৃত ছাত্রের নাম অভীক সাহা ।এই মর্মান্তিক ঘটনায় মধ্যপ্রতাপগড়ের সুরেন্দ্র পল্লী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রাজধানীর মধ্য প্রতাপগড়ের সুরেন্দ্রপল্লী এলাকার অরূপ সাহার মেধাবী পুত্র অভিক সাহা ।গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৪ শতাংশ নম্বর নিয়ে কৃতকার্য হয় সে। কিন্তু নিট পরীক্ষায় সফল হতে ব্যর্থ হয় এবছর বাড়িতে থেকেই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে, সম্প্রতি পড়াশুনার চেয়ে মোবাইলে স্ক্রীন সময় কাটাতো সে, বিষয়টি নজরে আসতেই রবিবার অভিকের মা বাবা তাকে মৃদু ধমক দেন এবং মোবাইলটি তার কাছ থেকে কেড়ে নেন আর এই ঘটনায় কাল হলো ,রবিবার গভীর রাতে ঘুম থেকে উঠে উঠোনে কেরাসিন তেল ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয় অভিক গুরুতর আহত অভিককে সাথে সাথে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে জিবি হাসপাতালের স্থানান্তরিত করা হয় তাকে। অগ্নিকাণ্ডে দেহের 95% ক্ষতিগ্রস্ত হলেও জিবি হাসপাতালে চিকিৎসকরা হাল ছাড়েননি , কিন্তু সোমবার রাত দশটা নাগাদ জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেধাবী ছাত্র অভিক। এদিন জিবি হাসপাতালে মৃত অভিকের শোকগ্রস্ত পিতা এই সংবাদ জানান।মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে মধ্য প্রতাপগড় সুরেন্দ্রপল্লী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য