Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যবটতলা বাজার পরিদর্শন করে মহকুমা শাসকের দারস্ত বাম প্রতিনিধিরা

বটতলা বাজার পরিদর্শন করে মহকুমা শাসকের দারস্ত বাম প্রতিনিধিরা

গভীররাতে ভয়াবহ অগ্নিকান্ড বটতলা বাজারে। অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় দেড়শ সবজির দোকান। এই অগ্নিকান্ডে বাজারের একটি বড় অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কিসের থেকে এই আগুনের সূত্রপাত সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।বটতলা বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল সিপিআইএম দলের সদস্যরা। এদিন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন তারা। পরিদর্শন শেষে বামনেতৃত্ব মানিক দে বলেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকান্ডে। অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হল তা খতিয়ে দেখার দাবি করেন তিনি। এছাড়াও এই বাজারের ব্যবসায়ীদের সমস্যার পরিকল্পিতভাবে সঠিক সমাধানের দাবি জানিয়েছেন তিনি।বলা চলে এই ভয়াবহ অগ্নিকান্ডে মাথায় হাত বটতলা বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। নিজেদের সর্বস্ব হারিয়েছেন তারা। সরকারের কাছে সাহায্যের করুণ আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য