Wednesday, November 6, 2024
বাড়িখবররাজ্যঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বটতলা বাজার পরিদর্শনে মুখ্যমন্ত্রী

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বটতলা বাজার পরিদর্শনে মুখ্যমন্ত্রী

রাজধানীর বটতলা বাজারে রবিবার গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই প্রায় দেড়শ সবজির দোকান ও ১৫ থেকে ২০টি মুদির দোকান। ঘটনাটি সংগঠিত হয় রাত আনুমানিক প্রায় ১টা নাগাদ । ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীদের ছয়টি গাড়ি। দপ্তরের কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে আগুন। তবে কিসের থেকে এই আগুনের সূত্রপাত সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।এই ঘটনার খবর জানতে পেরে আজ সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। ঘুরে দেখেছেন গোটা বাজারটি।এদিন সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে এসে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকান্ডে। ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন তিনি। সঠিক হিসাবের পরেই ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঠিক সময়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার জন্য তিনি অগ্নি নির্বাপক কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া ব্যবসায়ীদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিভাবে তারা শীঘ্রই পুনরায় ব্যবসা বানিজ্য শুরু করতে পারেন সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য