Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যফল প্রকাশের দাবিতে বিক্ষোভ এসটিজিটি পরীক্ষার্থীদের

ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ এসটিজিটি পরীক্ষার্থীদের

২০২২সালে যুবক যুবতী STGT পরীক্ষায় পাশ করেছে তাদেরকে দ্রুত চাকরিতে নিয়োগ করার দাবিতে শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে ধরনা কর্মসূচি প্রদর্শন করে। সেদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে STGT পরীক্ষায় পাশ যুবক-যুবতীরা এখানে এসে ছিলেন। তাদের দাবি অবিলম্বে তাদেরকে চাকরিতে নিয়োগ করতে হবে। আরো বলেন গত প্রায় ১৪ মাসের বেশি সময় ধরে তারা চাকরিতে নিয়োগ করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন। তাদের এই দাবিতে একাধিকবার বিভিন্ন আধিকারিকের সঙ্গে দেখা করেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার কাছে তাদের আবেদন যেন দ্রুততাদেরকে চাকরিতে নিয়োগ করা হয়। তারা আরো বলেন দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারছেন না তারা। মুখ্যমন্ত্রী নানা কাজে ব্যস্ত থাকেন এটা ঠিক তারপরও যেন একটু সময় বের করে তাদের সঙ্গে কথা বলেন। তারা আশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী তাদের আহবানে সাড়া দিয়ে সাক্ষাৎ করবেন এবং দ্রুত শিক্ষক পদে নিয়োগ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য