Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যপ্রশাসনিক তৎপরতায় উদ্ধার অভাবের তাড়নায় বিক্রি হওয়া শিশু কন্যা সন্তান

প্রশাসনিক তৎপরতায় উদ্ধার অভাবের তাড়নায় বিক্রি হওয়া শিশু কন্যা সন্তান

শিশু বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ত্রিপুরা রাজ্যের রাজনীতি। অভিযোগ রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া এলাকায় এক জনজাতি ব্যাক্তি তার সদ্যজাত শিশুকে ৩২হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছে। রাজ্যের বিরোধী দল গুলির অভিযোগ অভাবের তাড়নায় মানুষ এসব কাজ করছে। শিশু বিক্রির অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সাংবাদিকদের তরফে মহাকরনে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে বর্তমানে এমন পরিস্থিতি নেই, যে অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে হবে। রাজ্যে প্রচুর পরিমানে কাজ হচ্ছে। সেই সঙ্গে সাধারণ মানুষদের বিপুল পরিমাণে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে। তিনিও সন্তান বিষয়টি শুনেছেন, কিন্তু এর পেছনে অন্য কোন কারণ রয়েছে বলে তার দাবী। সেই সঙ্গে তিনি আরো জানান এধরণের কোন ঘটনার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয় এই বিষয়ে তদন্ত করার জন্য। তবে এই রিপোর্ট আসার আগে তিনি নিশ্চিত ভাবে বলছেন অন্য কোন কারণ থাকতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য