Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্য৬ দফা দাবীতে রেডিও শ্রোতাদের ডেপুটেশন

৬ দফা দাবীতে রেডিও শ্রোতাদের ডেপুটেশন

উপজাতিদের জনপ্রিয় অনুষ্ঠান সালকামা পানদা যা রেডিওর অন্যতম একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানটি উপজাতিদের মধ্যে জনপ্রিয়তা ছিল তুঙ্গে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা কিংবা মতামত প্রকাশ করা যেত বিভিন্ন বিষয়ের উপর। কিন্তু এত জনপ্রিয়তা থাকার পরেও অল ইন্ডিয়া রেডিওর পক্ষ থেকে অনুষ্ঠানটি বন্ধ কেন করা হলো সেই বিষয়ে জানতে এবং কিছু দাবি সনদ নিয়ে রাজধানীর অল ইন্ডিয়া রেডিও দপ্তরে ডেপুটেশন দিল অনুষ্ঠান প্রিয় জনসাধারণ। এদিন এক শ্রোতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আগে অনুষ্ঠানটি এক ঘন্টার ছিল কিন্তু তা কমিয়ে আধঘন্টায় রূপান্তরিত করা হয়, সেজন্য এরা বেশ কিছু দাবী সনদ নিয়ে ডেপুটেশনে মিলিত হয়েছেন বলে জানান। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো
১.এফ এম চ্যানেলকে পুনরায় চালু করা
২.ককবরক অনুষ্ঠানের সময়সীমা বৃদ্ধি করা
৩ ককবরক অনুষ্ঠান সালকামা পানদাকে সপ্তাহে দুদিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করা
৪. সালকামা পান্দার লাইভ ফোনিনের সময় বৃদ্ধি করা ৫.বিকেল চারটার ককবরক অনুষ্ঠানকে সন্ধ্যা ছয়টায় করা ৬.সালকামা পানদা অনুষ্ঠানকে সকাল সাড়ে নয়টার পরিবর্তে পূর্ব নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল সাড়ে ছয়টায় চালু করা ইত্যাদি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য