Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যঅবৈধভাবে নো পার্কিং জোনে গাড়ি , বাইক রাখার বিরুদ্ধে ময়দানে নামলো রাজ্যের...

অবৈধভাবে নো পার্কিং জোনে গাড়ি , বাইক রাখার বিরুদ্ধে ময়দানে নামলো রাজ্যের ট্রাফিক দপ্তর

অবৈধভাবে নো পার্কিং জোনে গাড়ি , বাইক রাখার বিরুদ্ধে ময়দানে নামলো রাজ্যের ট্রাফিক দপ্তর। শুক্রবার রাজধানীর রাজপথে তা পরিলক্ষিত করা গেলো। বলা চলে রাজধানীর রাজপথে অবৈধভাবে বাইক কিংবা গাড়ি রাখার ফলে যেভাবে যানজট সৃস্টি হয় তাতে করে অন্যান্য যানবাহনে অফিস যাত্রী কিংবা কলেজ যাত্রী ও পথ চলতি মানুষের ভোগান্তির শিকার হতে হয়। আর এসবের পরে রাজ্যের প্রশাসনকে গালাগাল দেন অনেকে , কিন্তু আইন আইনের ব্যবস্থা করতে এবং প্রকৃত সমাধানের লক্ষে ময়দানে নেমে পড়েন সময় মতেই যার ফলস্বরূপ আজকের এই অভিযান। এদিনের অভিযান প্রসঙ্গে ট্রাফিক এস পি মানিক দাস সংবাদ মাধ্যমকে জানান রাস্তার পাশে যেসব দোকান রয়েছে সেই দোকানগুলির মালিক কিংবা কর্মচারীরা যেভাবে বাইক রাখে তাতে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথ দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে , যার ফলে রাজ্যের ট্রাফিক দপ্তর থেকে তাদেরকে বারংবার অবগত করা হয়েছে কিন্তু সেই দোকানের মালিক কিংবা কর্মচারীরা তা কোনভাবে মেনে নিচ্ছে না , তাই একপ্রকার বাধ্য হয়েই শুক্রবার এই অভিযান কর্মসূচি বলে , আর এই কর্মসূচি ডিসেম্বর মাসের ১৫ তারিখ অবধি জারি থাকবে বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য