বৃহস্পতিবার এয়ারপোর্ট থানাধীন স্কুলটিলা এলাকায় বাইক ও ব্যাটারি চালিত অটোর মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয় এক ব্যাক্তি।জানা যায় দুটি বাইক নিজেদের মধ্যে রেইস দিতে গিয়ে ব্যাটারি চালিত অটোটিকে ধাক্কা দেয় এই সময় বাইকটিকে বাঁচাতে গিয়ে ব্যাটারি চালিত অটোর ও বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে TR01 X 7125 নম্বরের এচিভার বাইকের চালক গুরুতর আহত হয়, এবং আরেকটি বাইক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আহত ব্যাক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায় স্থানীয়রা। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে এরপোর্ট থানার পুলিশ উদ্ধার করে বাইক ও ব্যাটারি চালিত অটো নিয়ে যায় থানায়